Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধাওয়া খেয়ে ইফা ডিজি পলায়ন !

ইসলামিক ফাউন্ডেশনে ফের উত্তেজনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ফের উত্তপ্ত হয়ে উঠছে ইসলামিক ফাউন্ডেশন। বোর্ড অব গভর্ণরস-এর সিদ্ধান্ত অমান্য করে বদলি বাণিজ্য, ইফার প্রধান মুফতিকে উপেক্ষা করে মিথ্যা ফতোয়ার মাধ্যমে গুলশানের ড.ফারুক আনোয়ারুল আজিমের কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা এবং আত্মীয় স্বজনের চাঁদাবাজীসহ ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আবারো ফুসে উঠেছে কর্মকর্তা কর্মচারীরা।
গতকাল বুধবার দুপুরে আগারগাও অফিসে বৈঠকে বসেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। তারা মিছিল করতে থাকেন এবং ইফা ডিজির দুর্নীতি বিরোধী শ্লোগান দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে ডিজি সামীম মো. আফজাল পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শিরা জানায়। ধাওয়া খেয়ে ডিজি সামীম পূর্বেই স্ট্যার্ট দেয়া গাড়ীতে চড়ে চম্পট দেন। ইফার একাধিক সূত্র এতথ্য জানিয়েছে।
বিক্ষুদ্ধ নেতৃবৃন্দ বলেন, বোর্ড অব গভর্ণরস সিদ্ধান্ত দিয়েছে বোর্ডের অনুমোদন ছাড়া ইফার কোনো কর্মকর্তা-কর্মচারিকে বদলি অথবা কারো বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া যাবে না। কিন্ত ডিজি সামীম মো. আফজাল বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তারা বলেন, ইফা ডিজি সামীম ধর্ম প্রতিমন্ত্রী-সচিবকে মানেন না। ইফা বোর্ডকে মানেন না। তারা ডিজির অবিলম্বে অপসারণের দাবি জানায়। নিয়ম বর্হিভূতভাবে ডিজি নরসিংদীর সহকারি পরিচালক রুহুল আমিনকে আগারগাও প্রধান কার্যালয়ে এবং সহকারি পরিচালক সেলিম সরকারকে নরসিংদীতে বদলি করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ