পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
১৯৯০ সালের গণআন্দোলনে এরশাদ সরকারের পতনের মতোই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, যেভাবে এরশাদ সরকারের পতন হয়েছিল, সেভাবেই আওয়ামী লীগের পতন হবে। পাপের কারণে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ সরকারের পতন হবে। গতকাল বুধবার চট্টগ্রামের জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে কোতোয়ালী থানা শাখার এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।
২০ দলীয় জোটের অন্যতম এই প্রবীণ নেতা বলেন, দেশের দুর্নীতি মহোৎসব চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুর্নীতির সকল প্রমাণ থাকার পরও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ধরণের আনানুগ ব্যবস্থা নিচ্ছে না সরকার। কারণ সরকার নিজেরাই ভাগাভাগীর রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন, যেভাবে এরশাদ সরকারের ক্ষমতার শেষের দিকে দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল; তেমনিভাবে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ।
দেশের শিক্ষাব্যবস্থার বেহাল দশার চিত্র তুলে ধরে কর্নেল অলি আরও বলেন, অযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা নষ্ট করে দিয়েছে। উচ্চ শিক্ষাব্যবস্থায় পরিস্থিতি এতোই নাজুন পর্যায়ে গেছে যে পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আকরামুল করিম ইমন। বক্তৃতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এড. কফিল উদ্দীন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নুরুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় জেলা এলডিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।