Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাপেই পতন হবে আওয়ামী লীগের

ত্রি-বার্ষিক সম্মেলনে কর্নেল অলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১৯৯০ সালের গণআন্দোলনে এরশাদ সরকারের পতনের মতোই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, যেভাবে এরশাদ সরকারের পতন হয়েছিল, সেভাবেই আওয়ামী লীগের পতন হবে। পাপের কারণে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ সরকারের পতন হবে। গতকাল বুধবার চট্টগ্রামের জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে কোতোয়ালী থানা শাখার এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।

২০ দলীয় জোটের অন্যতম এই প্রবীণ নেতা বলেন, দেশের দুর্নীতি মহোৎসব চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুর্নীতির সকল প্রমাণ থাকার পরও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ধরণের আনানুগ ব্যবস্থা নিচ্ছে না সরকার। কারণ সরকার নিজেরাই ভাগাভাগীর রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন, যেভাবে এরশাদ সরকারের ক্ষমতার শেষের দিকে দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল; তেমনিভাবে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ।

দেশের শিক্ষাব্যবস্থার বেহাল দশার চিত্র তুলে ধরে কর্নেল অলি আরও বলেন, অযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা নষ্ট করে দিয়েছে। উচ্চ শিক্ষাব্যবস্থায় পরিস্থিতি এতোই নাজুন পর্যায়ে গেছে যে পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আকরামুল করিম ইমন। বক্তৃতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এড. কফিল উদ্দীন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নুরুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় জেলা এলডিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Imran Hossain ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    তাদের পতন হলে তো সমস্যা নাই। সমস্যা হলো তাদের সাথে বাংলাদেশের ও পতন হচ্ছে।।
    Total Reply(0) Reply
  • মহররম আলী ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    তাদের পতন হতে হতে আপনাদের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে ভাবেন কাজে দেবে।
    Total Reply(0) Reply
  • Nuruz Zaman ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    বাংলা প্রবাদে গুনেছিলাম নিরবতা কখনো মংগল না করলেও অমংগল করেনা,কিন্তু সেই প্রবাদ মিথ্যে হতে চলেছে বাংলাদেশে,জনগণের নিরবতা আজ সত্যি বড় অমংগল বয়ে এনেছে
    Total Reply(0) Reply
  • সাইফুল কবির ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৮ এএম says : 0
    একটা প্রবাদ বাক্য আছে ‘‘ পাপ তার বাপকওে ছাড়ে না’’। সময় যেদিন আসবে সেদিন কোনো টালবাহান চলবে না।
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৯ এএম says : 0
    মানুষ যদি পতনের কথা চিন্তা করতো তাহলে কি আর পাপ করতো। এজন্য পাপে পতনই সমাধান।
    Total Reply(0) Reply
  • তবিবুর ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:২০ এএম says : 0
    কিন্তু আপনাদেরও তো পাপের শেষ নেই। অন্যের পাপের হিসাব না করে নিজেদের পাপের হিসাব করুন।
    Total Reply(0) Reply
  • মোঃ নজরুল ইসলাম ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৯ পিএম says : 0
    পাপ বাপকে ছাড়েনা!সুতরাং সাধু সাবধান! কর্ম অনুযায়ী ফল ভোগ করতেই হবে।
    Total Reply(0) Reply
  • মোঃ নজরুল ইসলাম ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৯ পিএম says : 0
    পাপ বাপকে ছাড়েনা!সুতরাং সাধু সাবধান! কর্ম অনুযায়ী ফল ভোগ করতেই হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ