Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিবির ৩ মহাব্যবস্থাপক বদলি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর তিন মহাব্যবস্থাপককে পদোন্নতি করে বদলি করা হয়েছে। অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক ব্যাংক শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মহাব্যবস্থাপকরা হলেন মো. রফিকুল ইসলাম, মো: কামাল হোসেন গাজী এবং মোহাম্মদ শাহজাহান। এই তিন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত অন্যান্য প্রতিষ্ঠানে পদন্নোতি দিয়ে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইসিবির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মো. রফিকুল ইসলাম এখন থেকে অগ্রনী ব্যাংক লিমিটেডের ও মো. কামাল হোসেন গাজী পল্লী সঞ্চয় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ