Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ অপরাধ দূর করা সম্ভব নয়

-ড. নেহাল করিম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নেহাল করিম বলেন, কিশোর অপরাধ বৃদ্ধির প্রথম কারণ হচ্ছে তাদের মন মানসিকতাকে প্রভাবিত করার মত আমাদের পর্যাপ্ত উপকরণ নেই। শহরের অধিকাংশ এলাকায় খেলার মাঠ নেই। এতে মানসিক সুষ্ঠু বিকাশ থেকে কিশোররা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে আকাশ সংস্কৃতির কুপ্রভাবে তাদের বিকৃতি ঘটছে।

ড. নেহাল করিম বলেন, সব কিশোর এ ধরণের গ্যাংয়ের সাথে জড়িত তা বলা যাবে না। মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যারা এ ধরনের কাজে জড়িত হয়ে পড়ছে তাদের পরিবারের লোকজন তাদের সঠিকভাবে তত্বাবধান করছে না।

আবার প্রত্যেক বয়সের একটা ধর্ম আছে। বয়স বাড়ার সাথে সাথে কিশোররা কিছু করতে চায়। এটি মুরগি ধরার মত ছোট অপরাধ থেকে শুরু করে মানুষ ধরার মত বড় অপরাধও হতে পারে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ অপরাধ দূর করা সম্ভব নয়। স্কুল, কলেজসহ যেসব জায়গায় কিশোর সময় কাটাচ্ছে সেখানে একাডেমিক পারফরমেন্সের ওপর কঠোর হতে হবে। বাবা-মাকে তার রেজাল্ট বিশ্লেষণ করে কোন ধরণের বড় গরমিল দেখলে তা বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে হবে। তারা কয়টায় ঘুম থেকে উঠছে, কাদের সাথে মিশছে- বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখভাল করতে হবে।



 

Show all comments
  • Ahmed ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৪ এএম says : 0
    Wrong published.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ