Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের অপরাজনীতি রুখে দাঁড়াও

বাম গণতান্ত্রিক জোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভারতের অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ না করে বাংলাদেশ সরকার নীরব কেন জানতে চেয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। তারা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নতজানু মানসিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস রেখে ভাবছেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ওতে বাংলাদেশের কোন সমস্যা হবে না। গতকাল মঙ্গলবার পল্টনস্থ মুক্তিভবনে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সভায় তারা এ কথা বলেন। তারা ভারতের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আরো বলেন, ভারতের বিজেপি শাসিত আসাম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র চ‚ড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে ১৯ লাখেরও বেশি মানুষকে অবৈধ অভিবাসী চিহ্নিত করে বাদ দেয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহসহ ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ পশ্চিম বাংলায়ও এনআরসি করার ঘোষণা দিয়েছে। ভারত সরকারের অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা দেয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বাম নেতারা বলেন, গত ৩১ আগস্ট ভারতের বিজেপি শাসিত আসাম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জর লক্ষ্য বিরুদ্ধমতাবলম্বী ও ভারতীয় মুসলমানদের অনুপ্রবেশকারী ঘোষণা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো। সে কারণে আসামে নাগরিকপঞ্জি করতে ১৯৭১ সালের ২৫ মার্চকে ভিত্তি ধরা হয়েছে।

বর্তমান আওয়ামী লীগ সরকারের ভারতপ্রীতি ও নতজানু পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে নেতৃবৃন্দ আরও বলেন, ভারতের এই অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকার নরম প্রতিক্রিয়া প্রদর্শন করছে। দিল্লীকে খুশি রাখতে আওয়ামী লীগ সরকার যাই ভাবুক না কেন এনআরসি বা ভারতের জাতীয় নাগরিকপঞ্জি বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তির জন্য বিশাল হুমকি। এটা রোহিঙ্গা সমস্যার ন্যায় বাংলাদেশে জন্য একটা নতুন শরণার্থী সংকট তৈরি করবে। ভারতের এই অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে সচেষ্ট হওয়ার এবং জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

জোট সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ-ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী’র) মানস নন্দী, বাসদ’র খালেকুজ্জামান লিপন, গণসংহতি আন্দোলনের মনিরউদ্দিন পাপ্পু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মমিনুর রহমান, কাজী সাজ্জাদ জহির চন্দন, অধ্যাপক আব্দুস সাত্তার, বহ্নি শিখা জামালী, বাচ্চু ভূঁইয়া প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ