Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাসপোর্ট পরিচালকের সম্পদ বিবরণী চেয়ে নোটিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

পাসপোর্ট অধিদফতরের পরিচালক (ঢাকা বিভাগ) আব্দুল্লাহ আল মামুন এবং তার স্ত্রী ঢাকা কলেজের অধ্যাপক শাহান আরার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ এর পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে নোটিস দেয়া হয়। নোটিস প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে তাদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে।

দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুন্ধানে পাসপোর্ট পরিচালক আব্দুল্লাহ আল মামুন দম্পত্তির নামে- বেনামে বিপুল অর্থ-সম্পদের সন্ধান মেলে। এর মধ্যে রয়েছে রাজধানীর ধানমন্ডিতে সাড়ে ৩ হাজার বর্গফুটের ফ্ল্যাট, রাজধানীর এলিফ্যান্ট রোডে দুটি এপার্টমেন্ট রয়েছে। এসবের মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ