Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষকের সাথে বিয়ে দেয়ার অপরাধে ওসিকে শাস্তি দিন

-মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, গত ২৯ আগষ্ট পাবনা সদরে তিন সন্তানের জননীকে অপহরণ করে গণধর্ষনের পর থানায় মামলা না নিয়ে ওসি ধর্ষককে ডেকে জোরপূর্বক বিবাহ দিয়ে বেআইনি ও অমানবিক আচরণ করেছে। অবিলম্বে অভিযুক্ত ওসি ও সংশ্লিষ্টদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি । 

গতকাল বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমেলার বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফিরোজ আশরাফী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানা উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকির,
তিনি বলেন, নির্যাতিতা নারীর বৈধ স্বামীকে তালাক দিতে বাধ্য করার অধিকার থানার ওসির নেই। আইনের লোক হয়ে ওসির বেআইনি সিদ্ধান্ত ধর্ষকদেরকে আরও উৎসাহিত করবে। অপরাধীরা সম্ভ্রান্ত পরিবারের কাওকে অপহরণ করতে পারলেই স্ত্রী হিসেবে গ্রহণ করার আইনি বৈধতা পেয়ে যাবে।
খেলাফত মজলিস
এদিকে, পাবনা সদরে তিন সন্তানের জননীকে অপহরণ করে গণধর্ষণের পর থানায় মামলা না নিয়ে ওসি ধর্ষকের সহিত ঐ নির্যাতিতা মহিলার বিয়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, জোরপূর্বক বিয়ে দিয়ে অমানবিক ও বেআইনী কাজ করেছেন ওসি। নির্যাতিতা নারীর বৈধ স্বামীকে তালাক দিতে বাধ্য করার অধিকার কোন কর্মকর্তার থাকতে পারে না। বিবৃতিতে তিনি ধর্ষকের সহিত নির্যাতিতা মহিলার বিয়ের ঘটনায় জড়িত ওসিসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ