পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলমকে ভারতে যাবার ভিসা দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দু’দিনব্যাপী সেরানডিপিটি আর্টস ফেস্টিভ্যালে উপস্থিত থাকার কথা ছিল মার্কিন সাময়িকী টাইমের ২০১৮ সালের এই সেরা ব্যক্তিত্ব শহীদুল আলমের।
ভারতের সংবাদভিত্তিক অনলাইন দ্য প্রিন্ট এ খবর দিয়ে বলেছে, বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু একটি কূটনৈতিক সূত্র জানায়, ভিসা আবেদন প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
‘শিল্পকলায় রাজনৈতিক মাত্রা অনুশীলন’ শিরোনামের একটি আলোচনা প্যানেলে অংশ নেয়ার কথা ছিল শহীদুল আলমের। এতে রাজনীতি ও শিল্পকলার মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করার কথা ছিল তার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজক দ্য প্রিন্টকে বলেন, আমাদের বলা হয়েছে- তিনি স্বশরীরে এখানে হাজির থাকতে পারবেন না। খবরে বলা হয়েছে, স্কাইপের মাধ্যমে তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দর্শকের প্রশ্ন নিয়েছেন।
গত বছর ফেসবুক একটি পোস্টে সরকারের সমালোচনা করায় টানা ১০০ দিন কারাগারে থাকতে হয়েছে শহীদুল আলমকে। সূত্র : দ্য উইয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।