Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৃষ্টিনন্দন শাহজালালের তৃতীয় টার্মিনাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মান কাজ শুরু হচ্ছে চলতি বছরের শেষ দিকে। নির্মাণ শুরু হলে চার বছর সময় লাগবে শেষ করতে। তিনতলা টার্মিনাল বিশিষ্ট এই ভবনের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। এই ভবনটির নকশা প্রস্তুত করেছেন স্থপতি বোহানি বাহারিন। তিনি এনওসিডি-জেভি জয়েন্ট ভেনচার পরামর্শক প্রতিষ্ঠানের আওতাধীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি করপোরেশন প্রাইভেট লিমিটেডের (সিঙ্গাপুর) স্থপতি।

বেবিচক সূত্র জানিয়েছে, তৃতীয় টার্মিনালে ২৪টি বোডিং ব্রিজের ব্যবস্থা থাকলেও প্রকল্পের প্রথম ধাপে ১২টি বোডিং ব্রিজ চালু করা হবে। বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টারসহ মোট ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে। এছাড়া, ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার থাকবে। আগমনীর ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টারসহ মোট ৫৯টি পাসপোর্ট এবং ১৯টি চেক ইন অ্যারাইভেল কাউন্টার থাকবে। টার্মিনালে ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। এছাড়া, অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট স্থাপন করা হবে।

তৃতীয় টার্মিনাল প্রকল্পের প্রথম ধাপের সঙ্গে বর্তমান টার্মিনাল ভবনগুলোর কোনও যোগযোগ ব্যবস্থা থাকবে না। তবে প্রকল্পের দ্বিতীয় ধাপে কানেকটিং কোরিডোরের মাধ্যমে পুরনো টার্মিনাল ভবনগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছে বেবিচকের সংশ্লিষ্ট সূত্র।

সূত্র আরো জানায়, তৃতীয় টার্মিনালের সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য মাল্টিলেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হবে। সেখানে পার্কিয়ের সুযোগ পাবে ১০৪৪টি গাড়ি। বর্তমানে ভিভিআইপিদের জন্য শাহজালালে পৃথক যে ভিভিআইপি কমপ্লেক্স রয়েছে তা ভেঙে ফেলা হবে। তবে তৃতীয় টার্মিনালে পৃথকভাবে স্বতন্ত্র কোনও ভিভিআইপি টার্মিনাল নির্মাণ করা হবে না। তৃতীয় টার্মিনাল ভবনের অভ্যন্তরে দক্ষিণ পাশে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ভিভিআইপি স্পেস রাখা হবে।

জানা গেছে, এখনই কোনও পরিবর্তন আসছে না অভ্যন্তরীণ টার্মিনালটির। নির্মিতব্য তৃতীয় টার্মিনাল প্রকল্পের দ্বিতীয় ধাপে গিয়ে অভ্যন্তরীণ টার্মিনালটি সরিয়ে নেওয়া হবে। শাহজালাল বিমানবন্দরের উত্তর পাশে রয়েছে আমদানি ও রফতানি কার্গো ভিলেজ। বর্তমান কার্গো ভিলেজের উত্তর পাশে যথাক্রমে ৩৫ হাজার ৮৬৩ বর্গমিটার ও ২৭ হাজার ১৪৪ বর্গমিটার আয়তনের সর্বাধুনিক সুবিধাসম্পন্ন দুটি পৃথক আমদানি ও রফতানি কার্গো ভিলেজ নির্মাণ করা হবে।

তৃতীয় টার্মিনালে থাকবে আন্তজার্তিক মানের অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা। লাউঞ্জ, দোকান, রেস্টুরেন্টসহ সংশ্লিষ্ট অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবার সুবিধাও রাখা হবে। ভবনের সঙ্গে ভূ-গর্ভস্থ সুড়ঙ্গ পথ এবং উড়াল সেতু নির্মাণ করা হবে, যার মাধ্যমে মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সংযোগের ব্যবস্থা থাকবে।

সূত্র আরো জানায়, বিমানবন্দরে দক্ষিণ পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হ্যাঙ্গার থাকলেও এটিকে আপাতত সরাতে হচ্ছে না। সরাতে হবে না পদ্মা ওয়েল ডিপোও। বর্তমানে অভ্যন্তরীণ টার্মিনালের কাছেই রয়েছে হেলিকপ্টারের হ্যাঙ্গার। এখান থেকেই ফ্লাইট অপারেশন করে থাকে হেলিকপ্টার অপারেটরগুলো। তৃতীয় টার্মিনালের জন্য এগুলো সরিয়ে বিমানবন্দরের উত্তর সীমানা প্রাচীরের কাছে স্থানান্তর করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, প্রতিবছর দেশে আট শতাংশ হারে আকাশপথের যাত্রী বাড়ছে। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ পরিমাণ যাত্রী ধারণের সক্ষমতা নেই। এজন্য তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নির্মাণ হলে যাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।



 

Show all comments
  • Moslim Uddin ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    সকল কাজ জাপানী কে দেওয়া হোক।
    Total Reply(0) Reply
  • Edward Aloysius ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ৩য় টার্মিনালের খরচ ১৪ হাজার কোটি????? এটা জাপানি কোম্পানিকে দেয়া হোক।
    Total Reply(0) Reply
  • Ashraful Islam ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    দুরবাল গতিতে এগিয়ে য়াক, বিমান বাংলাদেশ এ আর লাইন!!!
    Total Reply(0) Reply
  • Mdelite Slam ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৮ এএম says : 0
    লুটপাট কতো হবে সেটা কেন লিখেন নাই এডমিন যশোর থেকে সরাসরি কক্সবাজার মাছের রেনু যায় কিন্তু আমরা মানুষ যাইতে পারবো কবে ?
    Total Reply(0) Reply
  • Golam Mostafa ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৮ এএম says : 0
    সকল কাজ জাপানীদেরকে দেওয়া হোক। জাপানীরা দুর্নীতি করে না । চায়নাদের মত রক্তচোষা নয় ।
    Total Reply(0) Reply
  • Mojaffar Ahmed ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৮ এএম says : 0
    Ruppur type durnity na holei desh upokrito hobe
    Total Reply(0) Reply
  • Abir Ahmed ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৯ এএম says : 0
    ঘাড়ে পা চাপা দিয়ে নেয়া ট্যাক্সের টাকায় সুখ সপ্ন। মেগা প্রজেক্ট হবে, পরে দেখা যাবে উগান্ডার এয়ারপোর্ট আরো কোয়ালিটি সম্পন্ন কিন্তু খরচ হইছে সবচে বেশি।
    Total Reply(0) Reply
  • Mdjabed Hossain Ng ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৯ এএম says : 0
    মেগা প্রকল্প মানে মেগা হরিলুট যেমনটা হচ্ছে রামপাল বিদ্যুত কেন্দ্রে ৩০০টাকার বালিশ প্রায় ৬৭০০টাকায়।আর বিমানবন্দরের সব মুর্খ ও চারাল কর্মকর্তাদের বাদ দিয়ে ভদ্র সৎ ও নিরাপত্তা জোরদার করুন ।
    Total Reply(0) Reply
  • Akramul Hoque Faisal ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৯ এএম says : 0
    এদেশে বর্তমানে প্রতি ১০০ টাকা সরকারি ব্যয়ের মাত্র ১০ টাকাই পাবলিকের দোরগোরায় পৌছে।বাকী ৯০ টাকাই জালিয়াতি করে লুটেরারা খেয়ে ফেলে।মেগা প্রকল্প মানে মেগা লুট।বিশ্বাস না হলে বালিশের অংক টা করে দেখেন।
    Total Reply(0) Reply
  • ash ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪৯ এএম says : 0
    TARMINAL KE E R MOTO KORE BANANO WICHITH ! ETE BESHI PLANE ER JAYGA DEWA JABE, DITIO AIRPORT NA KORE PORJAY KROME PROTHOM TARMINAL KE VEGGE OTAKEO E SHAPE DEW WCHITH
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৩৮ এএম says : 0
    Actually if government is going to do some new project which would be given the opportunity
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমানবন্দর

১৩ জানুয়ারি, ২০২৩
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ