পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, বেদখল হওয়া ডিএনসিসির ২৪টি মাঠ পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে এসব মাঠের প্রয়োজন রয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর হুমায়ুন রোড সংলগ্ন মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেসব মাঠ বেদখল হয়ে আছে, খেলার অযোগ্য, সেগুলো ফের খেলাধুলার উপযোগী করে তুলতে হবে। সিটি কর্পোরেশন সবার সহযোগিতায় পর্যায়ক্রমে এ ধরনের ২৪টি মাঠ উদ্ধার করবে। তিনি বলেন, সমাজে অপরাধ প্রতিরোধ এবং শিশুদের সুস্থ মস্তিষ্কে বেড়ে উঠতে মাঠের বিকল্প নেই। যুব সমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতেও মাঠের বিকল্প নেই। সবাইকে ঘর থেকে বেরিয়ে মাঠে আসতে হবে।
হুমায়ুন রোড এলাকার বাসিন্দাদের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের জন্য এই মাঠ আধুনিক করে দেবো। এখানে থাকবে জিমনেসিয়াম, বাথরুম ও খেলার মাঠ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।