পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভাগ্যের চাকা ঘোরাতে সউদী গিয়ে নির্যাতিত হয়ে খালি হাতে দেশে ফিরছে গৃহকর্মীরা। ভাগ্যের নির্মম পরিহাস কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাসেবা দূরের কথা ওষুধ চেয়েও মার খেতে হচ্ছে কোনো কোনো নিয়োগকর্তারা বাসা-বাড়িতে। এমন অভিযোগ উঠছে সউদী ফেরত নারী কর্মীদের কাছ থেকে। গতকাল বৃহস্পতিবার সউদী থেকে এমিরেটস এয়ারওয়েজ একটি ফ্লাইট (ইকে-৫৮২) যোগে সকাল পৌঁনে ৯টায় ঢাকায় ফেরত আসা চাঁদপুরের হোসনে আরা এ অভিযোগ তোলেন।
সউদী থেকে এ ফ্লাইট যোগে সর্বমোট ১৮ জন নারী কর্মী নানা নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কল্যাণ ডেক্সে কর্তব্যরত কর্মকর্তা তানভীর আহমদ এ বিষয়টি স্বীকার করেছেন। প্রবাসী কল্যাণ ডেক্স ও ব্র্যাক এসব অসহায় নারী কর্মীদের খাবার ও পানীয় সরবরাহ এবং তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। সব চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিধাব কাবিরুন নাহার। মাত্র ছয় মাস আগে সে গৃহকর্মীর কাজ নিয়ে পাড়ি জমিয়েছিলেন সউদী আরবে।
কিন্ত ভাগ্যের পরিণতি কাবিরুনকে পঙ্গু হয়ে খালি হাতে দেশে ফিরতে হলো। সউদীতে তার মহিলা নিয়োগকর্তা তিন তলা বিল্ডিং-এর ছাদ থেকে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসা শেষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে আশ্রয় নেয় পঙ্গু কাবিরুন নাহার। নির্যাতনের শিকার কাবিরুনের পিঠের হাড় ভেঙে গেছে। বিমান থেকে সহকর্মী এক মহিলা গৃহকর্মীর কাঁধে ভর করে সে ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ইমিগ্রেশন পার হয়ে ট্রলির উপর ক্লান্ত হয়ে বসে পড়েন। কান্নায় ভেঙ্গে পড়েন পঙ্গু কাবিরুন। তার সংসার কিভাবে চলবে তা’ নিশ্চিত করে কিছুই বলতে পারছে না সে। এখনো সেইফ হোমে নির্যাতনের শিকার প্রায় ২৪০ জন নারী কর্মী দেশে ফেরার প্রহর গুণছে। চাঁদপুরের হোসনে আরা এতথ্য জানিয়েছে। ঢাকার জুরাইনের সেতু বেগম নির্যাতনের কথা জানিয়ে বলেন, অসুস্থ পিতা জালাল বেপারীর সংসারে একটু সুখ আনতেই সউদী আরবে গিয়েছিলাম। কিন্ত ওদের তুচ্ছ-তাচ্ছিল্য আচরণে গা-শিহরে ওঠে।
নিয়োগকর্তার মেয়ে আমাকে মারধোর করায় আমি পালিয়ে দূতাবাসের সেইফ হোমে আশ্রয় নেই। সেইফ হোমে খাবার ঠিক মতো না দেয়ায় বাড়ী থেকে বিকাশে টাকা নিয়ে অনেকেই কিছু কিনে খেতো। কিন্তু রিয়াদে দূতাবাসের সেইফ হোমের দায়িত্বে নিয়োজিত বরিশালের ড্রাইভার সাইদ আমার স্বামীর পাঠানো ১১ হাজার টাকা মেরে দিয়েছে। বগুড়ার নারী কর্মী মাসুদার ৫ হাজার টাকা বিকাশে পেয়ে ড্রাইভার বলেছে টাকা আসেনি। তার মতে সেইফ হোমে পুরোনো নারী কর্মীর মধ্যে প্রায় ৭৫ জন বিগত ৫/৬ মাস যাবত দেশে ফেরার জন্য অপেক্ষা করছে। তাদের অবস্থা খুবই খারাপ। তাদের দ্রæত দেশে ফেরত আনা জরুরি হয়ে পড়েছে বলেও সে মতামত ব্যক্ত করেন। সউদী থেকে ফেরত আসা অন্যান্য নারী কর্মীর মধ্যে রয়েছে, লালমনির হাটের শিরিনা বেগম, বি-বাড়িয়ার রোজিনা বেগম, নাটোরের রেবেকা খাতুন, বরিশালের কুলসুম, সিলেটের জ্যোৎ¯œা ও গাজীপুরের নাসিমা বেগম। ফেরত নারী কর্মীরা জানিয়েছে আজ আরো প্রায় ২০ জন প্রবাসী নারী কর্মী সউদী থেকে দেশে ফেরার কথা।
প্রবাসী মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল সউদী যাচ্ছে
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ-এর নেতৃত্বে আগামী ১৭-২২ সেপ্টেম্বর চার সদস্যের একটি প্রতিনিধি দল সউদী আরবে যাচ্ছে। এ প্রতিনিধি দলে বায়রার সভাপতি বেনজীর আহমদের নেতৃত্বেও ইসির আরো ১৪ সদস্য প্রতিনিধি সংযুক্ত হবার কথা রয়েছে। প্রবাসী মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল সউদী এরাবিয়ান জেনারেল ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষ আয়োজিত ওয়ার্কশপ এবং শ্রমবাজার সম্প্রসারণে অনুষ্ঠিতব্য সেমিনারে যোগ দেয়ার কথা রয়েছে। এসব সেমিনারে সউদী আরবে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশটি থেকে নির্যাতনের শিকার হয়ে ফেরত আসার বিষয়টি গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র এতথ্য জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।