Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কলেজছাত্র মমিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র মমিনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর মতিঝিল থানার ওসি রফিকের ভাড়া করা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এই মেধাবী শিক্ষার্থী। মমিনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মমিনের পরিবারের পক্ষ থেকে আজ উত্তর ইব্রাহিমপুর শহীদ কামরুল ইসলাম মমিন স্মৃতি একাডেমীতে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

১৩ সেপ্টেম্বর ২০০৫ সালে কলেজ ছাত্র মমিনকে কলেজে যাওয়ার পথে নিজ বাড়ীর অদূরে ওসি রফিকের ভাড়া করা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ঐ দিনই মমিনের পিতা আব্দুর রাজ্জাক ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করে।
গত ২০ জুলাই ২০১১ সালে ঢাকা দ্রæত বিচার ট্রাইবুনাল-৪ এর বিচারক মো: রেজাউল ইসলাম মমিন হত্যা মামলার রায়ে রফিকসহ ৩ জনের ফাঁসি এবং শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজসহ ৬ জনের যাবজ্জীবন কারাদÐ ঘোষণা করেন। এর মধ্যে ফাঁসির দÐপ্রাপ্ত এ কে এম রফিকুল ইসলাম ওরফে ওসি রফিক কারাগারে মারা গেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ