Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করার অঙ্গীকার ড্যাবের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চিকিৎসদের ন্যায়সংগত স্বার্থ সংরক্ষণ ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার করেছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার সকালে ড্যাবের নব নির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় সংগঠনটির সদস্যরা এ অঙ্গীকার ব্যক্ত করেন। রাজধানীর ইস্কাটন রোড মগবাজারস্থ ড্যাবের অফিসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রফেসর ডাঃ হরুন আল রশিদ, সভা পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব প্রফেসর ডাঃ আব্দুস সালাম।
বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ও ড্যাবের সহ সভাপতি ডাঃ শাহাদাত হোসেন তরুন চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং বেগম খালেদা জিয়ার মুক্তি তথা গণতন্ত্র মুক্তির আন্দোলনে তাদের তেজোদীপ্ত ভূমিকা কাজে লাগানোর পরামর্শ দেন।
সংগঠনের সভাপতি ও মহাসচিব জাতীয়তাবাদী আদর্শের সকল চিকিৎসককে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যথাযথ ভূমিকা পালনের আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন ডাঃ মোঃ আব্দুস সেলিম, ডাঃ শহিদুল আলম, ডাঃ মোস্তাক রহিম স্বপন, ডাঃ শহীদ হাসান, ডাঃ মোঃ জসিম উদ্দিন, ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, ডাঃ একেএম ওয়ালি উল্লাহ, ডাঃ সৈয়দ আকরাম হোসেন, ডাঃ পরিমল চন্দ্র মল্লিক, ডাঃ জহিরুল ইসলাম শাকিল, ডাঃ কাজী সাইফুদ্দিন বেন্নুর, ডাঃ মেহেদী হাসান, ডাঃ কাজী মাযহারুল ইসলাম দোলন, ডাঃ আবুল কেনান, ডাঃ এটিএম ফরিদ উদ্দিন, ডাঃ আমিনুর রশিদ লিটন, ডাঃ মোঃ খায়রুল ইসলাম, ডাঃ হাসান জাফর রিফত, ডাঃ এরফানুল হক সিদ্দিকী, ডাঃ এম. এ. আলিম, ডাঃ রুস্তম আলী মধু, ডাঃ শেখ ফরহাদ, ডাঃ বদর উদ্দিন সোহেল, ডাঃ একেএম খালেকুজ্জামান দিপু, ডাঃ নেওয়াজ শহিদ রানা, ডাঃ আবু নাসের, ডাঃ একরামুল রেজা টিপু, ডাঃ ফরহাদ হাসান চৌধুরী, ডাঃ সাঈদ মাহমুদ তমাল, ডাঃ উইনুস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ