Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পুলিশে গ্রেড-১ পেলেন মীর শহীদুল

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচজন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম গ্রেড-১ এ পদোন্নতি পেয়েছেন। এটি পুলিশের সর্বোচ্চ মর্যাদা। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অন্যদিকে পুলিশের ৫ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতি পাওয়া ৫ কর্মকর্তা হলেন- বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি চলতি দায়িত্বে) শেখ মোহাম্মদ মারুফ হাসান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মাহবুবুর রহমান এবং বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত বছরের ২৫ জানুয়ারি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-এসবি প্রধানের দায়িত্ব পান মীর শহীদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ