পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাসুদা ভাট্টির দায়ের করা মানহানি মামলায় জামিন আবেদন খারিজ করে পুনরায় কারাগারে পাঠানোর পর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে সুপ্রিমকোর্ট বার। বার নেতৃবৃন্দ এই প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে বিষয়টির প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানানোয় অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন।
গতকাল সোমবার ‘মইনুল হোসেন অ্যান্ড কোম্পানি’র প্যাডে দেয়া এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সুপ্রিমকোর্ট বারের আমার সহকর্মীরা প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে আমার জামিন নামঞ্জুর হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। সুপ্রিমকোর্ট বার সংবাদ সম্মেলন করে বিজ্ঞ ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। বার নেতৃবৃন্দ প্রধান বিচারপতির দায়িত্বপ্রাপ্ত হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাত করে বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছেন। দল-মতের উর্ধ্বে উঠে তারা যে আইন এবং ন্যায় বিচারের দাবি তুলে ধরেছেন এতে আমি আনন্দিত। আমরা জানি যে, বিচার বিভাগ চাপে রয়েছে। এ চাপের ভুক্তভোগী আমরা অনেকেই। ন্যায় বিচারের অনুপস্থিতিকে আমরা একযোগে সমর্থন করতে পারি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।