পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুটি বিদেশি জাহাজ মেরামতে দীর্ঘ অপেক্ষা
: মেরামতের উদ্দেশে চট্টগ্রাম বন্দরের একটি ডকইয়ার্ডে আসা দুটি বিদেশি জাহাজ দীর্ঘসময় অপেক্ষা করছে। গত ২৬ আগস্ট মেরামত শেষে জাহাজ দুটি ফিরে যাওয়ার কথা থাকলেও গতকাল রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজ দুটি কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় কন্টিনেন্টাল ডকইয়ার্ডে অবস্থান করছিল বলে বন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন। জাহাজ দুটি ক্যামেরুনের হলেও জাহাজের নাবিকদের বেশিরভাগ থাইল্যান্ডের নাগরিক বলে জানা গেছে। বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক গতকাল দৈনিক ইনকিলাবকে বলেন, মাছ ধরার ছোট জাহাজ দুটি মেরামতের জন্য সদরঘাটের ওই ডকইয়ার্ডে আসে। তবে জাহাজ দুটি যথাসময়ে বন্দর ত্যাগ না করায় কাস্টম কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. আকবর হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, জাহাজ দুটি মেরামতের জন্য এসেছে। মেরামত শেষে ২৬ আগস্টের মধ্যে বন্দর ত্যাগ করার কথা জানানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত তারা বন্দর ছেড়ে যায়নি। দীর্ঘসময় অপেক্ষার ব্যাপারে লিখিতভাবে কাস্টম হাউসকে কিছু জানায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সবকিছু জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, সমুদ্রগামী যেকোন জাহাজ ত্রæটি সারাতে বিশ্বের যেকোন বন্দরের ডকইয়ার্ডে ভিড়তে পারে। তবে এক্ষেত্রে বন্দর ও কাস্টম হাউসের সংশ্লিষ্ট আইন মেনে চলতে হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।