পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবৈধ ভাবে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদের মাধ্যমে প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এবং এর আশেপাশে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে এই স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদকালে টার্মিনালের ভেতরে এবং আশেপাশে অবৈধভাবে নির্মিত প্রায় দুই শতাধিক সেমিপাকা স্থাপনা, ছাউনি ও দোকান উচ্ছেদ করা হয়।
গত ২৮ আগস্ট ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এবং স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকসহ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। সে সময় টার্মিনালের ভেতরে এবং আশেপাশে অবৈধ স্থাপনা দেখে তারা তা দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন। এর ১১ দিন পর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানান হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।