Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড্ডায় লুন্ঠিত মালামালসহ ৫ ডাকাত গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

রাজধানীর বাড্ডা থানা পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ইকবাল (২৪), মোশারফ হোসেন মোরশেদ (২৭), কবির হোসেন মনা (২৩), রাজিবুল ইসলাম রাজু (২৬) ও মেহেদী হাসান ইমন (২৩)। এ সময় তাদের হেফাজত হতে নগদ ৭হাজার টাকা, ১টি ডায়মন্ডের আংটি, ১টি ডায়মন্ডের গলার সেট, ১টি স্বর্ণের সেট ও ২টি আইফোন উদ্ধার করা হয়।

বাড্ডা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ভোরে আফতাবনগরের একটি বাড়িতে জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে ডাকাত দল। এরপর বাসার সদস্যদের ছুরি-চাপাতির ভয় দেখিয়ে মালামাল ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা। পরে এ বিষয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। গত বুধবার ডাকাতির ঘটনায় জড়িত ইকবালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। ইকবাল ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তার দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লুন্ঠিত মালামাল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ