পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাং কালচার প্রতিরোধে অভিযান চালিয়ে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শতাধিক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার থেকে পরিচালিত এই অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে হাতিরঝিল থানা জানিয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ গনমাধ্যমকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল, হাতিরঝিল এলাকার বিভিন্ন স্পটে বসে কিশোররা নেশা করে ও হাতিরঝিলে ঘুরতে আসা মানুষদেরকে উপদ্রব করে। এছাড়া কিশোরদের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের মতো অভিযোগও পাওয়া গেছে। আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযানটি পরিচালনা করেছি।
এই অভিযান প্রসঙ্গে ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বলেন, হাতিরঝিলে এসে মানুষজন বিভিন্ন সময়ে ছিনতাই, ইভটিজিংসহ নানা ধরনের অপরাধের শিকার হন। এছাড়া ৯৯৯-এ সাধারণ মানুষের অভিযোগ, থানা ও ডিসি অফিসে অভিযোগ এবং আমাদের গোয়েন্দা নজরদারির পর পুরো হাতিরঝিল এলাকা জুড়ে অভিযান চালানো হয়। হাতিরঝিল এলাকার কিশোরদের বিরুদ্ধেই অভিযোগ ছিল অধিকাংশের। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন শতাধিক কিশোরকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে অভিযোগের যাচাই-বাছাই চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।