পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঠাকুরগাঁওয়ে দুই সন্তানের খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন নূরবানু আক্তার (৩৫)। এ ঘটনায় হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা যায় নুরবানু আক্তারের ১৮ মাস বয়সী ছেলে নুরজামাল এবং গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ছয় বছর বয়সী মেয়ে শাম্মি আক্তার।
গতকাল বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলার রুহিয়া থানার ঘনি মহেষপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নুরবানুর স্বামী সেলিম উদ্দীন জানান, সকালে প্রতিদিনের ন্যায় কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে যায়। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে এমন খবর স্থানীয়রা জানালে তিনজনকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।
রুহিয়া থানার ওসি প্রদীপ রায় জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে দুই সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তার স্ত্রী। প্রাথমিকভাবে এমনটা ধারণা করছে পুলিশ। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।