পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কাশ্মীরের মজলুম জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে। কাশ্মীরে হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে পরিণতি শুভ হবে না। কাশ্মীরে মুসলিম হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ একটি হোটেলে কাশ্মীরে হত্যাযজ্ঞ বন্ধ এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক এ কে এম আশরাফুল হক, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দীন আহমেদ মনি, জাতীয় পার্টি (জাফর) এর নেতা এস এম শামীম, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান, খেলাফত আন্দোলনের নেতা মুফতি সুলতান মহিউদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির যুগ্ম-মহাসচিব ফরিদ উদ্দিন ও তোফায়েল গাজ্জালি।
নেতৃবৃন্দ বলেন, আসামসহ ভারতের বিভিন্ন প্রদেশে বিনা উস্কানিতে মুসলিম নিধন, নির্যাতন এবং ধর্ষণ করছে কট্টরপন্থি হিন্দু সন্ত্রাসী ও জঙ্গিরা। ভারতে মুসলিম নির্যাতন বন্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে কাশ্মীরী জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। অন্যথায় আসমানি গৎব নেমে আসবে।
সভাপতির বক্তব্যে মুফতি ওয়াক্কাস বলেন, ভারত সরকার কাশ্মীরি জনগণের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছে। কাশ্মীরে গণহত্যা চলছে। এ হত্যাযজ্ঞ বন্ধ এবং কাশ্মীরের স্বায়ত্বশাসন ফিরিয়ে না দিলে তার পরিণতি শুভ হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।