পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘কাজ দাও, নয় রিকশা চালিয়ে বাঁচতে দাও’ এই শ্লোগান দিয়ে বরিশাল মহানগরীতে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশার কয়েকশ’ চালক। মহানগর পুলিশ নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে দেয়ার প্রতিবাদে শ্রমিকরা গতকাল এই বিক্ষোভ করে। রিকশা চালকরা নীতিমালা অনুমোদন করে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতিরও দাবি জানায়।
নগরীর টাউন হলের সামনে সমাবেশ শেষে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি, রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বিক্ষোভ মিছিল করে নগর ভবনে গিয়ে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, গত দু’সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ প্রশাসন ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর, রিকশা শ্রমিকদের মারধর, হয়রানি, মটর খুলে নেয়াসহ নানা ধরনের হয়রানি করছে। এ ধরনের রিকশার সঙ্গে অর্ধলক্ষাধিক পরিবারের জীবন-জীবিকা জড়িত। তারা এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। শ্রমিকরা নির্দিষ্ট রাস্তা বা নির্দিষ্ট ডিজাইন করে এ রিকশা চলাচলের অনুমতি দেবার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছে।
মহানগর রিকশা ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহŸায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও দপ্তর সম্পাদক সুশান্ত সুকুল, জেলা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নিলীমা জাহান প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।