পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর কড়াইল বস্তি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং বিনা খরচে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে টেলিনর হেলথ আয়োজিত তিন দিনের কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যস্ত চলা কার্যক্রমে ২৫ জনেরও বেশি রোগীর ডেঙ্গু পরীক্ষা করে পাঁচ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। প্রায় ১০০ শিশু, দুই শতাধিক নারীসহ পাঁচ শতাধিক মানুষ এই ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ নিয়েছে, যাদের অধিকাংশই দিন মজুর, গৃহিণী ও শিক্ষার্থী।
তিন দিনের এই ক্যাম্পেইনে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বস্তিবাসীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং টেলিনর হেলথ-এর পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল চেক-আপ, প্রয়োজনে ফ্রিতে ডেঙ্গু পরীক্ষা করে নেওয়ার আহŸান জানানো হয়েছিল। ক্যাম্পে টেলিনর হেলথ-এর বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।