Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকে তলব বেনাপোল কাস্টমস কমিশনারকে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৪ এএম

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থার সহকারি পরিচালক নেয়ামুল আহসান গাজী তাকে তলবি নোটিস দেন। আগামি ৮ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, আয়কর নথি এবং ব্যাংক হিসাবের তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছে। বেলার হোসাইনের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদক সূত্র জানায়, গত ৫ আগস্ট কমিশনের সভায় বেলালের বিরুদ্ধে শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। তার বিরুদ্ধে নিজে স্বনামে, বেনামে, স্ত্রী ও ভাইয়ের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েন মর্মে অভিযোগ ওঠে। জব্দ করা পণ্য খালাস দিয়ে তিনি অবৈধভাবে বিপুল অর্থ-বিত্তের মালিক হন। এর মধ্যে রয়েছে রাজধানীর বারিধারার বসুন্ধরার এফ বøকে ১২ নম্বর প্লটে ৫ কাঠা জমির ওপর ৫ তলা বাড়ি, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। নিউ ইস্কাটনে বেলালের স্ত্রীর নামে আছে ৪ কোটি টাকা মূল্যের ৪ হাজার বর্গফূটের ফ্ল্যাট। বারিধারায় বসুন্ধরা ডি বøকে ৫ কাঠা ও পূর্বাচলে ১০ কাঠা আবাসিক প্লটের পাশাপাশি বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে রয়েছে চারটি দোকান। এ ছাড়া বলালের গ্রামের বাড়ি নোয়াখালীতে ৫০ বিঘা জমি, আশুলিয়ায় ১০ বিঘা জমি ও গাজীপুরে বেলালের ভাইয়ের নামে একটি গার্মেন্টস কারখানাও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ