Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাকশন শুরু অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে

ব্যবস্থা নেয়া হচ্ছে অভিযুক্ত এনজিওদের বিরুদ্ধে

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের অপকর্ম রোধে ব্যর্থতা ও কোন কোন এনজিও থেকে অনৈতিক সুযোগ সুবিধা আদায়ের অভিযোগে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতে শুরু করেছে। দু’ দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ হয়ে যাওয়ায় মানবিকতার আড়ালে এনজিওদের উস্কানির অভিযোগ ওঠায় এবং গত ২৫ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পে মহাসমাবেশের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনবিরোধী অবস্থানের বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে। এরই প্রেক্ষিতে আরআরসি অফিস, রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার জেলা প্রশাসনে অভিযুক্ত কর্মকর্তাদের বদলি করে তদস্থলে নতুন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অভিযুক্ত এনজিওদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে জানা গেছে।

শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ আবুল কালামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলি করে বস্ত্র মন্ত্রণালয়য়ে ন্যাস্ত করা হয়েছে। তাকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্য নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। একইদিন অপরাহ্ন হতে তিনি স্ট্যান্ড রিলিজ হিসাবে গণ্য হয়ে আপনাআপনি কর্মস্থল হতে অবমুক্ত হবেন বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মো. মাহবুব আলম তালুকদারকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তাকেও আগামীকাল ৫ সেপ্টেম্বর এর মধ্যে কর্মস্থলে যোগ দিতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধমে এ বদলি ও নিয়োগের কথা জানা গেছে। এছাড়া একইদিন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের আরো দু’জন ক্যাম্প ইনচার্জকে বদলি করা হয়। তারা হলেন, উখিয়ার কুতুপালং ৪ ও ৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ শামিমুল হক পাভেল এবং টেকনাফের নয়াপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্প ইনচার্জ আবদুল ওয়াহাব রাশেদ। বদলীকৃত সিআইসি শামিমুল হক পাভেলের বিরুদ্ধে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত রোহিঙ্গা শরণার্থী সমাবেশের অনুমতি দেয়ার অভিযোগসহ বিভিন্ন অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে। একইদিন বিতর্কিত এসিআইসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও বদলি করা হয়েছে।

এদিকে আরআরসি অফিসে নিয়োগ দেয়া হয়েছে আরো ২ কর্মকর্তা। তারা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ সচিব মো. খলিলুর রহমান খান এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. আহসান হাবিব। এ নিয়ে রোহিঙ্গা প্রশাসনে ৪ জন কর্মকর্তাকে আরআরআরসি অফিস থেকে বদলি এবং ৩ জন নতুন কর্মকর্তাকে আরআরআরসি অফিসে নিয়োগ দেয়া হয়েছে।

পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ২ সিনিয়র সহকারি কমিশনারকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করে বিভিন্ন উপজেলায় নিয়োগ দেয়ার জন্য বদলি করা হয়েছে। তাঁরা হলেন-অজিত দেব ও মোহাম্মদ রেজাউল করিম। এ দু’জন কর্মকর্তার চাকরি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে ন্যাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে ও গত ২২ আগস্ট পর পর দু’বার মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের চরম ব্যর্থতা ও গত ২৫ আগস্ট রোহিঙ্গা শরণার্থীদের মহাসমাবেশ করার বিষয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন বদলি হওয়া এসব কর্মকর্তা।

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের আপত্তিকর তৎপরতা নিয়ে তদন্তে নামা গোয়েন্দা সংস্থাগুলো পিলে চমকানোর মত তথ্য পেয়েছেন। এনিয়ে অভিযুক্ত এনজিওদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে বলেও জানিয়েছেন ওই সূত্র। অনেক বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়েই অবৈধভাবে অবস্থান করছেন কক্সবাজারে। আবার অনেকের ভিসার মেয়াদ শেষ হলেও তারা বাংলাদেশে অবস্থান করছেন। এ রকমই দুই বিদেশিনীকে মাত্র একদিনের নোটিশে কক্সবাজার ত্যাগে বাধ্য করেছে আইন শৃঙ্খলাবাহিনী। জানা গেছে, কক্সবাজার সাগর পাড়ের বেশ কয়েকটি তারকা হোটেলে এরকম মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অনেক বিদেশি নাগরিকের অবৈধ অবস্থান রয়েছে।

কক্সবাজারের সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী শহরের কলাতলি সাগর পাড়ের একটি হোটেল থেকে দুই বিদেশিনীকে চ্যালেঞ্জ করলে বিদেশিনীদ্বয় অকপটে স্বীকার করেন তাদের মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবৈধ অবস্থানের কথা। বিদেশিনীদ্বয় এনজিও’র কাজ তদারকির কথা বলে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন যাওয়া আসা করতেন। তাদের একজন অস্ট্রেলিয়া ও ব্রিটেনের যৌথ নাগরিক। তাঁর নাম মিস ইবা বুঝো। অপরজনের নাম মিস এ্যানাবেল। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তারা দুইজনই ইতোমধ্যে কক্সবাজার ত্যাগ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ