পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতীয় সংগীত না গাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, কাজী ফিরোজ রশিদ এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমানসহ ৬জনকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল সোমবার সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ নোটিশ দেন। নোটিসে উল্লেখিত অপর তিন জন হলেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এ কে এম আমিনুল হক, ঢাকা ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালক ব্রি. জেনারেল (অব.) ডা. ইফফাত আরা ও প্রভাষক ডা. শ্বাশত ধর সম্রাট। নোটিসে বলা হয়, ঢাকা ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে ২৮ আগস্ট একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি ছিলেন। সভাপতি ছিলেন অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি কাজী ফিরোজ রশিদ। অনুষ্ঠানটি শোক দিবসের হলেও তাতে জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি। নোটিশ প্রদানকারী নিজে জাতীয় সঙ্গীতে গাওয়ার বিষয়টি তুলে ধরতে চাইলেও তাকে সে সুযোগ দেয়া হয়নি। জাতীয় শোক দিবস পালনের সময় আপনারা (নোটিশের প্রাপক) জাতীয় সঙ্গীত পরিবেশেন না করে আইন লংঘন করেছেন। সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমূল্যায়ন করে উক্ত আইনে শাস্তিযাগ্য অপরাধ করেছেন এবং আপনারা আপনাদের পদে থাকতে পারেন না। রেজিস্ট্রার্ড ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে-মর্মে জানান এ আইনজীবী।
#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।