Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেশার টাকা না পেয়ে মাকে পুড়িয়ে হত্যা

মাদকাসক্ত ছেলের বর্বরতা

মহসিন রাজু | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

মাদক সেবনের টাকা না পেয়ে বৃদ্ধ মায়ের হাত-পা বেঁধে শরীরে পেট্রোল দিয়ে আগুন পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। গত রোববার বিকেলে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলের এমন কান্ডে স্তম্ভিত হয়ে গেছে এলাকার মানুষ ।

জানা যায়, আব্দুস সামাদ মন্ডল ও খুকি খাতুনের ছোট ছেলে সোহানুর রহমান খোকন মন্ডল (৩২)। সবার ছোট হওয়ায় বাবা-মায়ের খুবই প্রিয় ছিল সে। ছাত্রজীবনে বখে যাওয়া খোকন স্কুলের গন্ডি পেরুতে পারেনি। দীর্ঘদিন ধরেই সে মাদকসক্ত। খোকনকে সংসারে মনযোগী করতে বিয়ে করানো হয়। দাম্পত্য জীবনে সে দুই সন্তানের জনক। কিন্তু জীবনকে কর্মমুখী করতে পারেনি খোকন। অন্যদিকে ব্যবসা, খামার ও বিভিন্ন কাজ শুরুর কথা বলে পরিবার থেকে দফায় দফায় টাকা হাতিয়ে নিয়ে মাদক সেবনে ব্যয় করেছে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলেই তার বাবা-মাকে নির্যাতন করতো খোকন মন্ডল। এসব কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে তার স্ত্রীও নির্যাতনের শিকার হয়েছে। ক্ষুব্ধ হয়ে স্বামীর সংসার ত্যাগ করে দু’সন্তানকে নিয়ে খোকনের স্ত্রীও চলে গেছে বাবার বাড়িতে।

প্রতিবেশিরা জানান, খোকন প্রায়ই নেশার টাকার জন্য বাবার কাছে বায়না ধরতো। কিন্তু টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে মাকে ঘরের মধ্যে জিম্মি করে অস্ত্র দেখিয়ে বাবাকে ভয় দেখাতো। বাধ্য হয়ে আব্দুস সামাদ মন্ডল টাকা যোগাড় করে ছেলের কাছ থেকে স্ত্রী খুকি খাতুনকে উদ্ধার করতেন। গত বছর মাদক সেবনের অভিযোগে খোকন মন্ডলকে পুলিশ গ্রেফতার করেছিল। কয়েক দিন কারা ভোগের পর বাড়ি ফিরে আবারো মাদকসেবন শুরু করে। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যে সে আসক্ত হয়ে পড়েছিলো। মাদকাসক্ত ছেলের হাত থেকে নিজেদের নিরাপত্তার জন্য উদ্যোগ নিয়েছিলেন আব্দুস সামাদ মন্ডল দম্পতি। ২০১৮ সালে কৌশলে খোকন মন্ডলকে পুলিশে ধরিয়েও দেন। কিন্তু কারাগারে সাক্ষাতের সময় স্বজনদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখালে আব্দুস সামাদ মন্ডল বাধ্য হয়ে খোকনের জামিনের ব্যবস্থা করেন। ছেলের মাদকসেবনের ব্যয় মিটাতে তিনি প্রায় ৫ বিঘা জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন।

অন্যদিনের মতই গত রোববার বিকেলে ঘরের মধ্যে মাকে বন্দি করে বাবার কাছে ৫ হাজার টাকা দাবি করে খোকন। কিন্তু তার বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হাসুয়া (দেশীয় অস্ত্র) দেখিয়ে ভয় দেখায়। বাধ্য হয়ে সামাদ মন্ডল টাকা সংগ্রহের জন্য প্রতিবেশীদের কাছে ধর্ণা দেন। এদিকে বাবা টাকা নিয়ে বাড়ি না ফেরায় ক্ষিপ্ত হয়ে ওঠে খোকন। নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিয়ে যায় ঘরে। ওই ঘরে মায়ের হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ছিটিয়ে দেয়। তারপর মায়ের শরীরে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখে প্রতিবেশিরা ধাওয়া করে খোকন মন্ডলকে আটক করে। পরে তারা ওই ঘরে গৃহবধূ খুকি খাতুনকে দগ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন খোকন মন্ডলকে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। অন্যদিকে দগ্ধ খুকি খাতুনকে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মাদকাসক্ত খোকন মন্ডল ঘরের মধ্যে হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়। এসময় মায়ের চিৎকারের শব্দ নিয়ন্ত্রণ করতে মায়ের মুখে কাপড় চাপিয়ে দেয় এবং ঘরের উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজানো হয়। স্থানীয় লোকজন ওই বৃদ্ধ মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে রাত ৮টায় তিনি ইন্তেকাল করেন। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে। অভিযুক্ত ছেলে খোকন মন্ডলকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ