Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী মিতুর জামিন স্থগিতে আবেদন

ডাক্তার স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রামের ডাক্তার মোস্তফা মোরশেদ আকাশ আত্মহত্যা মামলায় স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর জামিন আদেশের বিরুদ্ধে আপিল করেছে সরকার। গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। বিষয়টি পরে আপিল বিভাগের চেম্বার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে ওঠানো হয়। আদালত ‘নট টু ডে’ (আজ শুনানি নয়) মর্মে আদেশ দেন।

আদালত থেকে বেরিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল বলেন, চেম্বার জাস্টিসের আদালতে মিতুর জামিন স্থগিতের আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। আদালত ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দিয়েছেন। আশা করছি ৯ সেপ্টেম্বর মিতুর জামিন স্থগিতের আবেদনটি চেম্বার আদালতে শুনানি হবে। গত ২৮ আগস্ট বিচারপতি মো. এমদাদুল হক এবং বিচারপতি কাজী ইহারুল হক আকন্দ’র ডিভিশন বেঞ্চ তানজিলা হক চৌধুরী মিতুকে স্থায়ী জামিন দেন। তারপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।

উল্লেখ্য, চলতিবছর ৩১ জানুয়ারি চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকার শিরায় বিষ প্রয়োগে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডাক্তার মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার আগে এ জন্য তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে দায়ী করেন। এ ঘটনায় মিতুসহ ৬ জনকে আসামি করে মামলা হয়। ওই মামলায় মিতু গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ