পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় হাতাহাতি, চেয়ার ছোঁড়াছুঁড়িতে লিপ্ত হয় যুবদলের দুই গ্রুপের কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল রোববার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আলোচনা সভা চলাকালে মাঝখানে শুরু হয় চেয়ার মারামারি। দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারে। নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়। কয়েকটি চেয়ার মঞ্চের ডান পাশে এসে পড়ে। এ সময় মঞ্চে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ নগর কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। নেতাদের হস্তক্ষেপে টানা ২০ মিনিটের বিশৃঙ্খল অবস্থা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবদলের মোশাররফ হোসেন দীপ্তি গ্রুপ ও শামসুল ইসলাম গ্রুপের কর্মীরা এ হাতাহাতিতে লিপ্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আলোচনা সভা শুরু হলে অনাকাক্সিক্ষত এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি দাবি করেন, ভুল বোঝাবুঝি থেকে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে মারামারি থামলেও পরিস্থিতি অবনতির আশঙ্কায় তড়িঘড়ি সভা শেষ করেন মহানগর বিএনপির নেতারা। দলের এ দুঃসময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন ঘটনায় সাধারণ নেতাকর্মীদের অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।