Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ন্তভূক্তিমূলক সম্ভাবনাময় ভবিষ্যৎ বিশ্ব গড়ার আহবান স্পীকারের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী দারিদ্র দূর করে সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও অর্ন্তভূক্তিমূলক সম্ভাবনাময় ভবিষ্যৎ বিশ্ব গড়ে তোলার আহবান জানিয়েছেন। গতকাল রোববার মালদ্বীপের মালেতে শুরু হওয়া 'চতুর্থ সাউথ এশিয়ান স্পীকার্স সামিট' এ তাঁর বক্তব্যে এসব কথা বলেন।
এসডিজি’র লক্ষ্য পূরণে চতুর্থ সাউথ এশিয়ান স্পীকার্স সামিট' গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সংসদ গুলোর মধ্যে কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময়ের দ্বার উন্মোচিত হয়েছে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, টেকসই লক্ষ্যকে (এসডিজি) প্রাধান্য দিয়ে কাজ করছে বাংলাদেশ জাতীয় সংসদ। নীতি ও আইনসহ জাতীয় বাজেট প্রণয়নেও এসডিজিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজির বিভিন্ন কম্পোনেন্ট নিবিড় পর্যালোচনা করছেন সংসদ সদস্যরা। সেই সাথে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বাজেটের পর্যাপ্ত বরাদ্দ এবং বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনায় মতামত রাখছেন সংসদ সদস্যরা।
স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি লক্ষ্য পূরণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দারিদ্যের হার গত ১০ বছরে ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে আনা, নারীর ক্ষমতায়ন, দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা করে খাদ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, ২০৩০ সালে এসডিজি লক্ষ্য বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয় সংসদে এসপিসিপিডি প্রকল্পের আওতায় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি চলমান যাতে তারা এসডিজি সর্ম্পকে সম্যক ধারণা নিয়ে লক্ষ্য পূরণে সঠিক কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারেন।
তিনি আরো বলেন, জনসচেতনা বৃদ্ধিতে সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় প্রশাসন ও জনগণকে সাথে নিয়ে কাজ করছেন যা এসডিজি লক্ষ্য অর্জনে ভূমিকা রাখছে। এছাড়া সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সংসদ নির্বাহী বিভাগকে এসডিজি বাস্তবায়নে সহায়তা করছে।
এ সম্মেলনে মালদ্বীপের স্পীকার মোহাম্মদ নাশিদ সভাপতিত্ব করেন। ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) সেক্রেটারী জেনারেল মার্টিন চুনগং,দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্পীকার এ সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ওয়াসিকা আয়শা খান এমপি এ সময় উপস্থিত ছিলেন।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ