Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধীদের আইনের আওতায় আনা হবে

সাংবাদিকদের নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১১:৫৯ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষ্ণা রায়ের দুর্ঘটনার জন্য দায়ী অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
গতকাল শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন,কৃষ্ণার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে সুস্থ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া আইন শৃংখলা বাহিনী তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবে।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকরা কৃষ্ণা রায়ের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করছেন। এর থেকে জটিল চিকিৎসার সক্ষমতা আমাদের রয়েছে। কৃষ্ণা রায়ের একটি পা ফেরত পাওয়া যাবেনা, তবে তাকে সুস্থ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কৃষ্ণা রায়ের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় অবহিত রয়েছে। আইন মৃংখলা বাহিনী তদন্ত করে অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবে। তিনি কৃষ্ণা রায়ের স্বামী রাধা শ্যাম চৌধুরী ও তার ছেলে কৌশিকের সাথে কথা বলে তাদেরকে সান্তনা দেন।
এসময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, বিআইডবিøউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস এবং হাসপাতালের পরিচালক আব্দুল গনি মোল্লাহ উপস্থিত ছিলেন।
মিথ্যাঘোষিত চালান আটক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ