Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউমার্কেটে পুলিশের ওপর হাতবোমা আহত ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১১:৫৯ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশের ওপর হাতবোমা (ককটেল) ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকের এ ঘটনায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে ধানমন্ডির পপুলার হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। কেন, কী কারণে, কারা ওই ককটেল বোমা ছুড়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ সদস্যরা। তারা আলামত সংগ্রহ করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের বোমা নিক্রিয়করণ দলের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হাতবোমা ছোড়া হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, ওই বোমার হামলার সঙ্গে উগ্রপন্থি কোনও গোষ্ঠী জড়িত কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত জুলাইয়ে রাজধানীর পৃথক দুটি এলাকায় পুলিশের ট্রাফিক বক্সের সামনে বোমা পাওয়া যায়। কে বা কাো দুটি প্যাকেটে বোমা রেখে যায় খামারবাড়ি ও পল্টনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ