Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শোক দিবসে ওয়ারী থানা আ.লীগের গণভোজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

প্রতি বছরের মতো এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজের আয়োজন করেছে ওয়ারী থানা আওয়ামী লীগ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর নবাবপুরের মদনপুর লেনে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। আরো বক্তব্য রাখেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় জাতির পিতাসহ ও ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত আওয়ামী লীগের নগর নেতৃবৃন্দ। নেতারা বলেন, আজকে আমাদের যে পরিচয় সেটি বঙ্গবন্ধুর জন্য। আজকের আমাদের যে মানচিত্র সেটি বঙ্গবন্ধুর জন্যে। আমাদের সকল কর্মকান্ডে যেন বঙ্গবন্ধুর আদর্শ থাকে। একইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় গড়ে তোলার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিন দলীয় নেতাকর্মীসহ প্রায় ১৫০০জন মানুষের খাবারের আয়োজন করে ওয়ারী থানা আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ড। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ