Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একি শোনালেন সুলতানা কামাল!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

একি শোনালেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল! সরকারি অফিসের মহিলা সহকর্মীর সঙ্গে জামালপুরের ওএসডি হওয়া ডিসির অপ্রীতিকর কান্ড প্রকাশ করা উচিত হয়নি? নারী নেত্রী সুলতানা কামাল ওএসডি হাওয়া জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবিরের পক্ষ নিয়ে বললেন, জেলা প্রশাসকের খাস কামরায় সংঘটিত ঘটনায় কারো দোষ থাকলে বিচার প্রত্যাশিত। কিন্তু ওই ভিডিওটি যারা ছড়িয়েছেন তারা ব্যক্তিগত গোপনীয়তার মাত্রা অতিক্রম করেছেন। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘নুসরাত হত্যার সঠিক বিচার নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনবে’ শীর্ষক এক ছায়া সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামালপুরের ওই সাবেক ডিসির সঙ্গে মহিলা অফিস কর্মীর শ্লীলতাহানিকে পরোক্ষভাবে সমর্থন করে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, এখানে আমাদের যে বিষয়টি লক্ষ রাখতে হবে, পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সম্মতির ভিত্তিতে হবে। সেটা যখন হয় না, সেটা তখন নির্যাতনের পর্যায়ে চলে যায়। তিনি আরো বলেন, নারীও নির্যাতকের ভূমিকায় থাকতে পারে, পুরুষও নির্যাতকের ভূমিকায় থাকতে পারে। কথা হচ্ছে, এখানে (ভিডিওর ঘটনা) যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে, কেউ একজন আসলেই দোষ করেছেন; সেই দোষের বিচারটা যেন হয়। যারা এটাকে ভাইরাল করেছে, খুব একটা সুরুচির পরিচয় দেয়নি। সংস্কৃতিবান ব্যক্তি কিন্তু সংযমী হন।

সুলতানা কামাল আরো বলেন, কতখানি সে করতে পারে, কতখানি সে করতে পারে না; কার প্রাইভেসিতে যুক্ত করতে পারে আর কতটুকু পারে না সেটাও। দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এই মানবাধীকার কর্মী।

সুলতানা কামাল বলেন, প্রতিটি হত্যার বিচার হতে হবে মূল্যবোধের ভিত্তিতে। সা¤প্রতিক সময়ে দেশে নারী নির্যাতন ভয়াবহ পর্যায়ে বেড়ে গেছে। এটি উদ্বেগের বিষয়। এর থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনের শিকার যারা হন, তাদের পরিবর্তে নির্যাতনকারীরা আইনের আশ্রয় পান। তিনি বলেন, সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। নীরব থাকলে নির্যাতন আরো বাড়বে। আমাদের মনে রাখতে হবে- প্রতিবাদহীন সমাজ কখনও সামনে এগোতে পারে না। প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্ক প্রতিযেগিতায় সরকারি মাদরাসা-ই আলিয়া ও লালমাটিয়া মহিলা কলেজ অংশ নেয়। বিতর্ক শেষে লালমাটিয়া মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।



 

Show all comments
  • Mahfuzur Rahaman ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪২ এএম says : 1
    এই... বাংলাদেশকে ধংশ করার এক নাম্বার কারিগড়।
    Total Reply(0) Reply
  • Kamran Uddin Rayhan ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৩ এএম says : 0
    অবশ্যই ঠিক হয়েছে. আমি ধন্যবাদ জানাই মাননীয় জেলা প্রশাসক জামালপুর মহোদয়কে. সরকারী কর্মকর্তা হয়ে জাতির উন্নয়নের নমুনা হিসেবে জাতির জন্য ২৫ মিনিটের সিসি টিভির পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি ও দেশীয় প্রামাণ্যচিত্র উপহার দেওয়ার জন্য। আপনার মত নায়ক পেয়ে এই জাতি আজ গর্ভবতী সরি গর্বিত হয়েছে।
    Total Reply(0) Reply
  • Quamrun Nessa ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৩ এএম says : 0
    However mutually consented may be, extramarital affair, incest are cosidered to have been done in sinful ways offending the religious discipline.
    Total Reply(0) Reply
  • Khandker Ahmedul Haque ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৪ এএম says : 1
    I agree with Mrs Sultana Kamal. DC did the wrong, he should only be punished. But by spreading the video, his wife, children and other family members all are punished. That shouldnt be the case. The spreading such video is an extreme meanness.
    Total Reply(0) Reply
  • Azad Rahman ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    ছি, একজন মানবতা নেএীর কাছ হতে এ ধরনের বক্তব্য জাতিন জন্য লজ্জা জনক। কোন মোল্লা বা ইমামের ভিডিও ভাইরাল হলে উনি সোচ্ছার হতেন। উনি ভুলে গেছেন একজন ডিসি রাষ্ট্রের গুরুত্বপূর্ন পদে বসে জেলার সার্বিক দায়িত্ব পালন করেন কিন্তু একজন মোল্লা বা ইমাম একটি সমাজের মসজিদের দায়িত্ব পালন করেন।
    Total Reply(0) Reply
  • Rafiqul Islam ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৫ এএম says : 0
    উচ্চ পদের সরকারী কর্মকর্তা তার ক্ষমতার অপব্যবহার করলে সেটা থেকে পরিত্রাণ পাবার জন্যে শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার। তদন্ত কাজে নিয়োজিত ব্যক্তিরা যেনো গোপনে তদন্ত করে সরাসরি বিচার কাজ শুরু করে দিতে পারেন... ক্ষমতার অপব্যবহার অবশ্যই বন্ধ করা উচিত...
    Total Reply(0) Reply
  • Abu Sayeed Roonie ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৫ এএম says : 0
    ডিসির জায়গায় মাদ্রাসার হুজুর হলে কাজটাকে তিনি উচিত বলে মনে করতেন
    Total Reply(0) Reply
  • Jenul Abdin ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৫ এএম says : 0
    এই ধরনের গুরত্ব পূর্ণ দায়িত্বে নিয়জিত একজন মানুষ আবোলতাবোল কথা বলার কারনে জনগন লজ্জা দিয়ে কতো ধরনের গালা গালি করে--লজ্জা থাকলে কবে এই চাকুরী থেকে অবসর নিয়ে জনগনের চোখের আড়াল হয়ে যেতোঃ এধরনের মানুষগুলোর লজ্জা স্বরম কিছু আছে বলে আমার মনেই হয়না!
    Total Reply(0) Reply
  • Amena Afroz Tani ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৬ এএম says : 0
    জামালপুরের ডিসির মতো অনৈতিক কাজে যারা যারা লিপ্ত তাদের প্রত্যেকের মুখোশ এভাবেই উন্মোচন হওয়া উচিৎ....এটাই তাদের সঠিক শাস্তি .
    Total Reply(0) Reply
  • Syed mohammed yousuf ১ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৩১ এএম says : 0
    যারা অাইন সুরক্ষা করার শপথ নিয়ে আইন কানুন মেনে চলেনা। ঘুষ, দুনীতি,ধর্ষন করে তাদের জন্য সাধারণ আইনে নয় নতুন special law প্রনয়ন করে মৃত্যুদনডের বিধান করা গেলে, ঘুষ দুনীতি ধর্ষন কমানো যাবে ইনশাআল্লাহ। সরকারি কর্মচারীরা অবশ্যই সাধারণ মানুষের সেবার জন্য কাজ করবেন। বেতন সুযোগসুবিধা কি কম? কি জন্য ঘুষ দুনীতি করতে হবে। মৃত্যুর পরে সব কিছু রেখে কবরের ভিতরে অন্ধকার ঘরে রাখা হবে, কোন টাকা সোনা নিতেই পারবেন না। তাহলে এতে খারাপ কাজ কি ভাবে করতে পারেন।
    Total Reply(0) Reply
  • Reza ১ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৮ এএম says : 0
    I am not agree with Sultana kamal. Cause it would not come to light unless someone take step about it.This is good job to open mask of such people.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ