Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যায় ক্ষতিগ্রসথ মৎস চাষী-গরুর খামারিদের

ঋণ দেয়ার সুপারিশ সংসদীয় কমিটির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:২৮ এএম

বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস চাষী ও গরু খামারিদের ঋণ সহায়তা ও প্রণোদনা দেয়ার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নাজমা আক্তার, মোছা: শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।
সভার শুরুতে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে ‘মুজিব বর্ষ’ উদযাপনে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি পরবর্তী সভায় মন্ত্রণালয়ের বাজেট ও ব্যয়ের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করে। এ সময় কমিটির সভাপতি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উদাহরণ সৃষ্টি করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দুর্নীতি হ্রাস পাবে এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আন্তরিকতার সাথে কাজ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে দুইটি সাব কমিটি গঠন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ