পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চলতি বছর আগস্ট মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছুঁতে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানাচ্ছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৪১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আগস্টেই ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৪৯ জন। সরকারি হিসেবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর আগস্টে রোগীর সংখ্যা বেড়েছে তিন গুণের বেশি। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে ঢাকায় ৫২৪ এবং ঢাকার বাইরে ৬৬৫ জন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর তাদের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া শেষে ৫২ জনের ডেঙ্গুতে মৃত্যু তথ্য নিশ্চিত করেছে।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত যারা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯২ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনিই কমছে। গতকাল দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৩০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭৮৫ জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৪৫ জন ভর্তি আছেন। গত বুধবার হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ২২২ জন, মঙ্গলবার ৫ হাজার ৩২২ জন, সোমবার ৫ হাজার ৫৬২ জন, রোববার ৫ হাজার ৯৪০ জন এবং শনিবার ৬ হাজার ২৮৯ জন।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলের ৬টি জেলার সরকারি হাসপাতালগুলোতে গতকাল বৃহস্পতিবার সকালের পূর্ববর্তী ৭২ ঘণ্টায় আরো ৩১৪ ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলার সরকারি-বেসকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ৮৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হল। যার সিংহভাগই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলাগুলোতে ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় ৪ হাজারে পৌঁছেছে। এর বাইরেও আরো প্রায় ৬-৭ হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্নভাবে চিকিৎসা গ্রহণ করেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের মতে, গতকাল সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ৩৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন ছিল ১৬৬ জন। তবে সন্ধ্যা নাগাদ এ সংখ্যা আরো বাড়লেও বেশ কিছু রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। স্বাস্থ্য দফতরের মতে, এ পর্যন্ত দক্ষিণাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে ৩ হাজার ৬৩২ জন বাড়ি ফিরে গেছেন। যার মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই সুস্থ হয়ে ফিরেছেন প্রায় ১৮শ’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।