Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবেদন ২৩ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ

ফেরিঘাটে তিতাসের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম

যুগ্ম সচিবের অপেক্ষায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ার কারণে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবকে এ প্রতিবেদন দাখিল করতে হবে।
গতকাল বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই তিতাসের মৃত্যু হয়। এ ঘটনায় অতিরিক্ত সচিবের নিচে নন এমন কর্মকর্তাদের নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এছাড়া তিতাসের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত ২৫ জুলাই রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মন্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকে। ফলে ঘাটে পাড়াপাড়ের জন্য অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। সেটি যুক্ত করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ