Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্ব দক্ষতা প্রতিযোগীতা

বাংলাদেশী প্রতিযোগীর বেস্ট অব নেশন এ্যাওর্য়াড অর্জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশী প্রতিযোগী নাফিসা সাদাফ আচঁল রাশিয়ার কাজানে গত মঙ্গলবার শেষ হওয়া বিশ্ব দক্ষতা প্রতিযোগীতায় বেস্ট অব নেশন এ্যাওর্য়াড অর্জন করেছে। দুই প্রতিযোগী- তানজিম তাবাস্সুম ইসলাম কনফেকশনারী ও পেটিসেরিতে এবং নাফিসা সাদাফ আচঁল ফ্যাশন ডিজাইনিংয়ে বিশ্বের ৬৩ টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগীতায় অংশ নিয়ে আর্ন্তজাতিক দক্ষতা মান নির্বাচকদের প্রশংসা কুড়িয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের দক্ষতার মানকে সমাদৃত করেছেন।
বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিযোগীদের উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা দেয়ার পাশাপাশি বিভিন্ন সেমিনার ও আলোচনায় দক্ষতা উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহিত কর্মকান্ড তুলে ধরে বিশ্ব কর্মবাজারে দেশের শ্রমশক্তির সক্ষমতা সম্পর্কে আর্šÍজাতিক সম্প্রদায়কে ধারনা দেন ।
প্রতিনিধি দলের সদস্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন এর বরাত দিয়ে এনএসডিএ কার্যালয় থেকে এসব কথা জানানো হয় ।
প্রতিনিধি দলে অন্যান্যেও মধ্যে ছিলেন, এনএসডিএ -এর সদস্য রেজাউল করিম, পাচঁটি শিল্প দক্ষতা পরিষদের (আইএসসি) চেয়ারম্যান- এগ্রো-ফুডের শফিকুর রহমান ভ‚ইয়া, ট্যুরিজম ও হসপিটালিটির একেএম বারী, আইসিটির শাফকাত হায়দার, আরএমজি ও টেক্সটাইলসের মোহাম্মদ নাসির এবং ইনফরমাল সেক্টরের মির্জানুরুল গনি শোভন ।
প্রধান মন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, বাংলাদেশের দু’জন প্রতিযোগীর রাশিয়ার কাজানে বিশ্ব দক্ষতা প্রতিযোগীতায় প্রথমবারের মতো অংশ নেয়া একটি ঐতিহাসিক ঘটনা।
তিনি বলেন, এনএসডিএ গঠনের মধ্যদিয়ে বাংলাদেশে দক্ষতা উন্নয়নের যে যাত্রা শরু হয়েছে তাকে বেগবান করতে রাশিয়ার কাজানে প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী বিশেষ তাগিদ দেন। এটি দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে বিশাল যুবগোষ্ঠীর জন্য কর্মসংস্থানসৃস্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ