পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রায় সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলা করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন, মেসার্স কম-এক্সিমের মালিক মীর মো. মনজুরুল ইসলাম, তার ভাই মীর মো. বোরহান এবং বেসিক ব্যাংক গুলশান শাখার সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার এস.আসিফ আহমেদ। তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এদিকে রাজধানীর ‘অলিভ রেস্টুরেন্ট’র মালিক এ.আই.এম. হাসানুল মুজিবের বিরুদ্ধে ৯ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
সহকারি পরিচালক মো. খলিলুর রহমান সিকদার বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।