Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদাবরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

রাজধানীর আদাবরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ছামাউল্লাহ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আবদুল হালিম (২৬) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
তাদের সহকর্মী আল আমিন জানান, বিকাল ৫টার দিকে আদাবরে ১০ নং রোডের একটি ১০ তলা ভবনে ৮ তলায় মাচাঙ্গ বেধে বিল্ডিংরের কাজ করার সময় মাচাঙ্গ ভেঙ্গে নিচে পড়ে তারা দু’জনই গুরুতর আহত হয় । পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় সামাউল্লাহকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তার বাড়ী নওগা সদর । ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চুমিয়া জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে । আহত হালিমের অবস্থা আশঙ্কাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ