Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ পরিদর্শক দম্পতির সম্পদ বিবরণী চেয়েছে দুদক

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৫ পরিদর্শক ও তাদের স্ত্রীদের সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে এ নোটিস দেয়া হয়।

পাঁচ পরিদর্শক হলেন, ঢাকা মেট্রো খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমান, তার স্ত্রী পেট্রোবাংলার উপ-ব্যবস্থাপক তাছলিমা আক্তার, রমনা সার্কেলের পরিদর্শক মো. শামসুল কবির, তার স্ত্রী খাদিজা বেগম, সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মো. হেলালউদ্দিন ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা সিকদার, তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. কামরুল ইসলাম, তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেটের পরিদর্শক মো. লায়েকুজ্জামান ও তার স্ত্রীর সাহিনা আক্তার মুন্সী।

নোটিস প্রাপ্তির পর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। দুদকের উপ-পরিচালক একেএম মাহবুবুর রহমান তাদের সম্পদের অনুসন্ধান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ