Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনিং করেও চাকরিতে যোগ দেয়া হলো না ঢাবি ছাত্রের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

চোখে স্বপ্ন আর দেশ সেবার ব্রত নিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে চাকরি পেয়েও আশা পূরণ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রাজশাহীর সারদায় ৭ মাসে ট্রেনিং করার পর নিউরো ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে মৃত্যুবরণ করেন তিনি।
ভাগ্যের পরিহাস আর সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে হেরে যাওয়া মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের শিক্ষার্থী ছিলেন। তার অপ্রত্যাশীত মৃত্যুতে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে সহকর্মী, বন্ধু থেকে শুরু করে নিকটজনদের।

রাজশাহীর সারদায় সাত মাস ট্রেনিং করার পর হঠাৎ তার নিউরো ক্যান্সার ধরা পড়ে। এরপর ট্রেনিং ছেড়ে চিকিৎসা করাতে যান ভারতে। সেখানে কয়েকটি কেমোথেরাপী দেওয়া হলেও তার অবস্থার উন্নতি হয়নি। ফলে বাড়িতেই ছিলেন তিনি। নিজ বাড়িতে সকাল ১০টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
মামুনের বিভাগের বন্ধু ও একইসঙ্গে এসআই চাকরি পাওয়া সুব্রত বলেন, ‘ট্রেনিং চলার সময়ই তার রোগ ধরা পড়ে। ভারতে কয়েকটি কেমো দেওয়ার পরও লাভ হয়নি, বাড়িতেই ছিলেন।’ একইসঙ্গে ট্রেনিং করা জুয়ের বর্মণ বলেন, ‘মামুন বড় অসময়েই চলে গেল। তার মৃত্যুর সংবাদে খুব খারাপ লাগছে।’

মামুনের সাথে হল, ডিপার্টামেন্টের বড় ভাই ও বন্ধুদের সবচেয়ে বেশি স্মৃতি খেলার মাঠের। মামুনের এসএম হলের বড় ভাই নাদিম মাহমুদ তার মৃত্যুর সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘ খেলার মাঠে দুইবার ক্যাপ্টেন থাকাকালীন মামুন ছিল আমাদের দলের ভাইটাল প্লেয়ার। প্র্যাক্টিস থেকে শুরু করে খেলায় সবকিছুতে সে মাতিয়ে রাখতো। খেলায় বেশ জোরে ধাক্কা খেলেও আস্তে করে বলত ঠিক আছে ভাই। ডিপার্টমেন্টের ইফতার পার্টির দিন আমি আর মামুন কতবার চকবাজার ইফতার কিনতে গেছি। এসব আয়োজনে মামুন না থাকলে যেন জমতো না। বড় অবেলায় ডাক এসে গেল তোমার, যে ডাকের অপেক্ষায় আমাদের বাঁচিয়ে রেখেছেন তিনি। ভাল থেকো ভাই।’

সুমাইয়া জান্নাত নামে এক বান্ধবী লিখেন, ‘২ মাস আগেও তুই এফবিতে আসতি রেগুলার, এখন কোথায় চলে গেলি? তুই নেই কিন্তু দেখ তোর আইডি কতটা জীবন্ত। এভাবেই বেঁচে থাকবি আমাদের মাঝে, আল্লাহ তোকে নাজাত দান করুন, আমিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ