Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী সীমান্তে রেড অ্যালার্ট

চামড়া পাচারের শঙ্কা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

রাজশাহী অঞ্চলের চামড়া ব্যবসায়ীদের সাথে এখনো বিরোধ মেটেনি ট্যানারী মালিকদের। বকেয়া টাকাও তারা পায়নি। ফলে মোকামগুলোতে তেমনভাবে শুরু হয়নি চামড়ার বেচাকেনা। শঙ্কা করা হচ্ছে চোরাপথে ভারতে পাচার হয়ে যেতে পারে চামড়া। তাই রাজশাহী অঞ্চলের ৪০৬ কিলোমিটার সীমান্তজুড়ে রেডঅ্যালার্ট জারি করেছে বিজিবি। অসাধু ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই ভারতে চামড়া পাচার করতে না পারে এজন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বিজিবিকে।

চামড়া ব্যবসায়ীরা জানান, কোরবানীর সময় স্থানীয় ব্যবসায়ীরা চামড়া কিনে বিক্রি করেন ঢাকার ট্যানারি মালিকদের কাছে। কিন্তু চামড়া বিক্রির টাকা পাননি কয়েক বছর ধরে। ফলে এবার চামড়া নিয়ে বিপাকে পড়েছেন তারা। ঢাকায় উচ্চ পর্যায়ের কয়েক দফা বৈঠকের পরও পাওনা পরিশোধ করছেন না ট্যানারি মালিকরা। ফলে রাজশাহী অঞ্চলে চামড়ার সবচেয়ে বড় মোকাম নাটোরে এখনো শুরু হয়নি বেচাকেনা।

নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আকরামুল হাসান আক্কু বলেন, ট্যানারি মালিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা পাওনা টাকা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু আড়তদাররা তা এখনো পাননি। অনেকেই আড়তে চামড়া নিয়ে এসেছেন। বেচাকেনা কেবল শুরু হয়েছে। কিন্তু এখনো বাজার জমে ওঠেনি।

রাজশাহী জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, রাজশাহীর ব্যবসায়ীরা অন্তত ২০ কোটি টাকা পাবেন ট্যানারি মালিকদের কাছে। বার বার তারা বলছেন টাকা দিয়ে দেবেন। কিন্তু দেয়নি। ফলে এবারের ঈদে বাড়তি পুঁজি দিয়ে চামড়া কিনতে হয়েছে। নাটোরে অনেক ব্যবসায়ীই চামড়া নিয়ে গেছেন। কিন্তু নগদ টাকা ছাড়া চামড়া বিক্রি করতে চাই না আমরা।

এদিকে, চামড়া ভারতে পাচারের আশঙ্কায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটের ৪০৬ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বিজিবি। সদর দপ্তর থেকে পাঠানো হয়েছে এ সংক্রান্ত নির্দেশনা।
বিজিবি ১ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানিয়েছেন, কোনোভাবেই যাতে চামড়া ভারতে যেতে না পারে এ জন্য কঠোর নির্দেশনা দিয়েছে সদর দপ্তর। মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী নদীপথে স্পীডবোটে টহল জোরদার করা হয়েছে। বিওপিগুলোতে সতর্কাবস্থায় বিজিবি সদস্যদের রাখা হয়েছে। এছাড়াও সীমান্তের আট কিলোমিটারের মধ্যে চামড়া মজুদ পেলেই বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ