Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহনীয় গরমে হাঁসফাঁস গঙ্গা পদ্মায় কমছে পানি

সাগরে লঘুচাপের সম্ভাবনা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে একথা জানা গেছে। এদিকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কোথাও বৃষ্টিপাত হয়নি। শুধুই বিক্ষিপ্তভাবে সিলেটে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভাদ্র মাসে অকালে খরা ও ভ্যাপসা অসহনীয় গরমে দেশের অনেক জেলায় হাঁসফাঁস অবস্থা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬.২ ডিগ্রি সে.। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সে.।
আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কথা বলা হয়। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন এবং আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে নদ-নদীর প্রবাহ ও পূর্বাভাসে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পদ্মা ছাড়া দেশের প্রধান নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় পানি হ্রাস অব্যাহত থাকবে। বাংলাদেশের অভ্যন্তরে এবং উজানে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত নেই।
গতকাল বিকেল পর্যন্ত গঙ্গা নদীর পাংখা ও রাজশাহীতে পানির সমতল কিছুটা হ্রাস পায়। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ছিল স্থিতিশীল। ভাটিতে পদ্মার পানি গোয়ালন্দ ও সুরেশ্বরে কিছুটা বৃদ্ধি পায়। ভাগ্যকুলে হ্রাস পায়। গঙ্গা ও পদ্মা নদীর পানি বিপদসীমার বেশ নিচে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ