Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাসিক হোটেলে অনৈতিক কাজ

প্রশাসনের ভ‚মিকা রহস্যজনক

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

 

সান্তাহারে আবাসিক হোটেলগুলোতে রমরমাভাবে চলছে অবৈধ দেহব্যাবসা। ফলে যুবসমাজ ও কলেজপড়–য়া সন্তানদের নিয়ে চিন্তত হয়ে পড়ছে স্থানীয়রা। পুলিশ প্রশাসনকে অভিযোগ করার পরও বন্ধ হচ্ছে না অনৈতিক কর্মকান্ড।

জানা যায়, শহরের স্টেশন টিকিট কাউন্টারের পশ্চিম পার্শ্বের আবাসিক হোটেলগুলোতে দিনরাত চলছে এমন দেহব্যাবসা। প্রভাবশালীদের ছত্রছায়ায় হোটেল পরিচ্ছন্ন কর্মীর নাম করে প্রতিদিন বিভিন্ন বয়সের নারীদের হোটেলে রেখে দীর্ঘদিন ধরে এই অসামাজিক কার্যকলাপ চলছে। তবে স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরব ভ‚মিকায় প্রশ্ন উঠছে সবার মনে। এছাড়াও প্রেমিক প্রেমিকাকে হোটেলে কথা বলার জন্য আশ্রয় দিয়ে ও লোভ দেখিয়ে লোকজনকে হোটেলে নিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে আটক বাণিজ্যসহ অসামাজিক কাজ করাতে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকার সচেতনমহল এসব অসামাজিক কাজ বন্ধ করতে স্থানীয় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। তৎকালীন নির্বাহী অফিসার হোটেল মালিক ও ম্যানেজারদের মৌখিক সতর্ক করে অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে বললেও এখনো চলছে সেসব কর্মকাÐ চলছে। এ বিষয়ে সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাহিদুল বারী বলেন, স্থানীয় প্রশাসনকে বলার পর ভালো ফল পাওয়া যাচ্ছে না। সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির ওসি আনিসুর রহমান বলেন, হোটেল এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এমন ঘটনা ঘটানো হলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ