Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- রবিউল (২১), আজাদ (১৯), কালু (১৮), রবিন (২০) ও মোর্শেদ (২৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ৩টি চাকু উদ্ধার করা হয়। গত রোববার যাত্রাবাড়ীর আল সাজেদা ফিলিং স্টেশনের পূর্ব পাশের এলাকা তাদেরকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
এদিকে, গত রোববার রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। গ্রেফতাররা হলো- রানা গাজী (২৫) ও ইকবাল হোসেন (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ