Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জায়গা দখল করতেই আগুন লাগানো হয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

বর্তমান আওয়ামী লীগ সরকার খালি করার নীতিতে দেশ চালাচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিরপুরের চলন্তিকা, আরামবাগসহ অন্যান্য বস্তিতে বসবাসকারী অসহায় বস্তিবাসীর ওপর শকুনের দৃষ্টি পড়েছে। ক্ষমতাসীনদের কারো ওই জায়গাটা দখল করতে হবে এজন্য খালি করতেই আগুন লাগিয়ে দিয়েছে। প্রথমে আগুন লাগিয়ে দিয়ে অসহায় মানুষদের মাটির সাথে মিশিয়ে দিয়ে ওই জায়গাগুলো তারা দখল করছে। এটা হচ্ছে আওয়ামী সরকারের খালি করার নীতি। যার সর্বশেষ শিকার হয়েছেন চলন্তিকার বস্তিবাসী।
গতকাল (সোমবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
চলন্তিকা বস্তিকে অত্যন্ত পরিকল্পিতভাবে পুড়িয়ে দেয়া হয়েছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, সরকার খালি করার নীতিতে দেশ চালাচ্ছে। তারা গুম, ক্রসফায়ার, মামলা, গ্রেফতার এবং আটক করে রেখে দেশ থেকে বিরোধী দল, বিএনপিকে খালি করতে চায়। অন্যদিকে বস্তির জায়গা দখলের জন্য খালি করতে আগুন লগিয়ে দিয়েছে। প্রথমে আগুন লাগিয়ে দিয়ে অসহায় মানুষদের মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এরপর ওই জায়গাগুলো তারা দখল করছে। এটা হচ্ছে আওয়ামী সরকারের খালি করার নীতি। সুতরাং আওয়ামী সরকার যতদিন থাকবে ততদিন এই খালি করার নীতির মধ্যে দিয়ে এদেশের মানুষকে বসবাস করতে হবে। কারণ ওদের টার্গেট হচ্ছে- যদি দেখে বিরোধী দল, সরকারের সমালোচনাকারী কারো একটি বাড়ি সুন্দর আছে তাহলে ওই বাড়িটি খালি করে দাও। এমনকি যদি মনে করে যে কোন বাড়িতে সুন্দরি মেয়ে আছে তাকে তুলে নিয়ে যেতে হবে, সেটা করতেও তারা দ্বিধাবোধ করে না।
উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ