Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রদবদল আসছে ডিসি পদে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসনে কর্মরত ১৫ থেকে ২০ জন ডিসিকে প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শিগগিরই ডিসি পদে নতুন কর্মকর্তা নিয়োগ হবে। একাদশ জাতীয় নির্বাচনের সময় এসব ডিসিরা দায়িত্ব পালন করেছেন। তাদের প্রত্যাহার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ডিসির ছবি ভাইরাল হওয়ার ঘটনায় আতঙ্কে ভুগছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা ডিসি, ইউএনও এবং এসিল্যান্ডরা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত ডিসি ফিট লিস্ট থেকে নতুন ডিসি নিয়োগ করা হবে। এ জন্য তালিকা ধরে নড়াচড়া শুরু করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জামালপুরের ডিসির ঘটনার পর চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. নজরুল ইসলাম সরকার এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস।
অন্যদিকে চুয়াডাঙ্গার ডিসি গোপাল চন্দ্র দাসকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
একাদশ জাতীয় নির্বাচনের সময় এসব ডিসি দায়িত্ব পালন করেছেন। তাদের প্রত্যাহার করা হতে পারে তারা হচ্ছেন, মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলাম, কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর, ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, কুড়িগ্রামের ডিসি মোছা, সুলতানা পারভীন, ঠাকুরগাঁও ডিসি ড. কে এম কামরুজ্জামান সেলিমসহ প্রায় ১৫ থেকে ২০ জনকে মাঠ প্রশাসন থেকে তাদের প্রত্যাহার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ