Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ কী জানি না

সংবাদ সম্মেলনে আইনজীবী ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


বিচারিক কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেয়া হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির বিরুদ্ধে কি অভিযোগের তদন্ত হচ্ছে-জানেন না বলে দাবি করেছেন ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’। গতকাল সোমবার সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, অতি স¤প্রতি তিন জন বিচারপতিকে বিচারকাজ থেকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কী অভিযোগ, তা এখনও পরিষ্কার নয়। তার কি আর্থিক দুর্নীতিগ্রস্ত না অন্য কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না।

সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি বলেন, বিচারপতিরা যদি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত হন সেটা যেমন দুর্নীতি, তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করাও দুর্নীতি।

জয়নুল আবেদীন বলেন, বিচার বিভাগ থেকে জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সব ধরণের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে আমরা কামনা করি। কিন্তু আমরা দেখতে পারছি, দেশের প্রধান আইন কর্মকর্তা এবং আইনমন্ত্রী বিষয়টি পরিষ্কার করছেন না। এটি দুঃখজনক। বিচারপতি নিয়োগে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবি জানিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আদালতে বিচারপতি নিয়োগ বিধিমালা তৈরি করে নিয়োগ করা একান্ত প্রয়োজন। এর আগে গত বৃহস্পতিবার এক মানববন্ধনে ‘বিচার বিভাগের দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করা এবং সংবিধান অনুযায়ী বিচারপতি নিয়োগে বিধিমালা প্রণয়নের দাবি জানান এই আইনজীবী নেতা। সংবাদ সম্মেলনে জাতীয় আইনজীবী সংগঠনের সদস্য মাহবুব উদ্দিন খোকনসহ সংগঠনের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী েেরজাউল হক এবং একেএম জহিরুল হকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিমকোর্টের মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান সাংবাদিকদের জানান, ‘তিন জন বিচারপতির বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। পরে ওই তিন বিচারপতি ছুটি চেয়েছেন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ