Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা সমাবেশের খবর জানত না সরকার

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

রোহিঙ্গা সঙ্কটের দুই বছর পূর্তি ও পাঁচ দফা দাবিতে আয়োজিত লক্ষাধিক রোহিঙ্গার উপস্থিতিতে সমাবেশের খবর সরকার জানতো না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার জাতীয় জাদুঘরে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমাবেশের বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা গণমাধ্যমের খবর থেকেই এটা দেখতে পাই। ভবিষ্যতে রোহিঙ্গাদের এ ধরনের কোনো সমাবেশ বা কর্মসূচি করতে দেয়া হবে না জানিয়ে ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের সমাবেশ আয়োজনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলেও গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার সম্পূর্ণ দায় মিয়ানমারের বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ প্রত্যাবাসন না হওয়ার কারণ মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করতে পারেনি। তারা বোঝাতে পারেনি যে, স্বদেশে ফিরে গেলে রোহিঙ্গারা নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধা পাবেন।

স¤প্রতি যে রোহিঙ্গা নেতা মো. মহিবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেননি। তবে কোনো দেশ চাইলে পাসপোর্ট ছাড়াও সংশ্লিষ্ট দেশের অনুমতি নিয়ে সে দেশ সফর করা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ